Wednesday 31 July 2013

শক্ত ইচ্ছে - আব্দুর রহিম স্বপন - অপ্রকাশিত

শক্ত ইচ্ছে
আব্দুর রহিম স্বপন - অপ্রকাশিত!
সনেট কবিতা

সে আসে রাতে আমার দরজার পাশে,
নীরব আঁধারে মৃদু শব্দে কড়া নাড়ে।
দফা দফা ছোট শব্দ করে কেন যায়,
কি দিতে চায় আমায় না কি নিতে চায় ।
ভিতর থেকে বন্ধ করা ঘরের দ্বার,
বুক কেঁপে উঠে বলি ভয় কেন আর।
বিনিদ্র যায় কত রাত অদ্রিশ মোহে,
বাহিরে কে দাঁড়িয়ে দেখার শক্ত ইচ্ছে।
রঙ্গিন স্বপ্নের কাছে কেন এত ভয়,
যৌবনের প্রমাণ করে আনব জয়।
বন্ধ দ্বার খুলে তাকাই দেখি নীলচে,
মুখ অর্ধ-চাঁদের আলোয়ে ভরে গেছে।
আমার চোখে না চেয়ে মাথা নিচু করে,
লাজ সরিয়ে নিয়ে গেলাম সেই ঘরে।

Friday 12 July 2013

তোমায় খুঁজেছি (আব্দুর রহিম স্বপন)

তোমায় খুঁজেছি
আব্দুর রহিম স্বপন



আমি ঠিক তোমায় খুঁজেছি,
জীবনের উত্তপ্ত সময়ে যখন জ্বলে পুড়েছি।
কোথাও পাই-নি খুঁজে যারে,
আজ সে আমার বারান্দায় বেঁয়ে।
শীতল অনুভূতিতে আমায় ছুঁয়ে যায়,
তোমার প্রতিটা নরম আঁধারে আমার ভালোবাসার সৃষ্টি হয়।

হঠাৎ করে আসলে তুমি,
চারি দিকে বেজে উঠল তোমার আগমনের ধ্বনি,
তোমার মাঝে আমায় করতে চাই পবিত্র,
তুমি ছাড়া আমার হৃদয় অতৃপ্ত।
তোমার জমে থাকা আঁধার আমায় কাঁধায়,
তোমার আধারের কষ্ট গুলো স্পর্শ করে আমায়।

Thursday 11 July 2013

আলো আঁধারে - আব্দুর রহিম স্বপন

আলো আঁধারে
আব্দুর রহিম স্বপন
আলো আঁধারে,
তোমারই চিত্ত কাঁদায় আমারে।
এত দূরে থেকেও পাই খুঁজে,
চোখের পাতা এলে গুজে।

শত ব্যস্ততাতে,
মনে পররে অবশর এলে।
আর একবার বলতে চাই ভালবাসি,
থাকতে কাছা কাছি।

আঁধারের আলো হয়ে আমার পাশে,
চলে যেও রাতের শেষে।
এটুকু চাওয়া আমারে দেও,
তোমারি সাগরে আমারে বাঁশিয়ে নেও।